বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, September 20, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লন্ডনে একই সময়ে কাছাকাছি জায়গায় সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ–বিএনপি

লন্ডনে একই সময়ে কাছাকাছি জায়গায় সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ–বিএনপি 

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত–সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ ও বিএনপি। স্থানীয় সময় আগামীকাল সোমবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ার ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মাত্র ৫০০ গজ দূরত্বে একই সময়ে সমাবেশ ডেকেছে দল দুটি।

আগামীকাল দুপুরে যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্সের সামনে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিটিভি ভবন, মেট্রোরেলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাকাণ্ড হয়েছে। এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পার্লামেন্ট স্কয়ারে প্রতিবাদ সভা ডাকা হয়েছে। এই কর্মসূচি পূর্বনির্ধারিত। কিন্তু বিএনপি হঠাৎ করে পাশাপাশি জায়গায় কর্মসূচি ডেকে ঝামেলা তৈরির পাঁয়তারা করছে।

এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, সারা বিশ্বে প্রবাসীরা বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদ করেছেন। যুক্তরাজ্য বিএনপিও প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো সমাবেশ করতে পারে না। কমিটি টিকিয়ে রাখার জন্য তারা এই সমাবেশ করছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণভাবে বিএনপির সমাবেশ সফল করা হবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৮ জুলাই ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কসংলগ্ন মাইক্রো বিজনেস সেন্টারের ভেতরে আওয়ামী লীগ ও বাইরে বিএনপি অবস্থান নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে দুই পক্ষ চেয়ার–ছোড়াছুড়ি করে। তাৎক্ষণিকভাবে পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করে। এ সময় দুজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone