বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তান ১৬ রানে জয়ী

পাকিস্তান ১৬ রানে জয়ী 

182275_30387

স্পোর্টস ডেস্ক :  অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারালো পাকিস্তান ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে উমর আকমলের ৯৪ রানের উপর ভর করে ১৯১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জবাবে ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টোয়েন্টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করে পাকিস্তান কিকেট দল। উমর আকমলের ৫৪ বলে চারটি ছয় ও নয়টি চার সাহায্যে ৯৪ রান এবং কামরান আকমল ৩১ ও আফ্রিদি ১১ বলে ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নাথান কোল্টার নিল।

জবাবে ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়া। শুরুতেই পাকিস্তানি বোলাদের তোপের মুখে পরে অস্ট্রেলিয়া। দলীয় ৪ ও ৮ রানে ওয়ার্নার ও ওয়াটশনের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের পরে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেট ফিঞ্চের সঙ্গে ১১৮ রানে জুটি গড়েই সাজঘরের পথ ধরেন ম্যাক্সওয়েল। তিনি সাজঘরে যাওয়ার আগে ৩৩ বলে ছয়টি ছয় ও সাতটি চারের সাহায্যে ৭৪ রান করেন। চতুর্থ উইকেট নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি জর্জ বেইলি। দলীয় ১৪৬ রান তার উইকেটটি হারায় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট ৯ রানের জুটি গড়েই সাজঘরের পথ ধরেন হজ। ষষ্ঠ উইকেটে অন্য ওপেনার ফিঞ্চ দলীয় ১৬৩ রানে সাজঘরের পথ ধরেন। তিনি সাজঘরে যাওয়ার আগে সাত চার ও দুই চারের সাহায্যে ৬৫ রান করেন। শেষ দিকে এসে একের পর এক উইকেট হারালে হারের বৃত্তে আটকে পরে অষ্ট্রেলিয়া।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন জুলফিকর বাবর, ওমর গুল, আফ্রিদি ও বিলাওয়ল বাট্টি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone