স্বামীর ছবি দিয়েই বলিউডে ফিরছেন কাজল
বিনোদন ডেস্ক : স্বামীরঅজয় দেবগনের ছবি দিয়েই বলিউডে আবার ফিরে আসছেন কাজল। হাবি অজয়ের হোম প্রডাকশনের ছবি দিয়েই তাই আবার বলিউডের মাটিতে পা রাখার চেষ্টা কাজলের।
তবে কাজল জানিয়ে দিয়েছেন, নারীকেন্দ্রিক চরিত্রকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি। তিনি নাকি মনে করেন, ভালো ছবি তৈরির জন্য কেবল ভালো স্ক্রিপ্ট হলেই কাজ হয়ে যায়, তার জন্য বিদ্রোহিনী নারীর চরিত্রে অভিনয় না করলেও চলবে।
কাজল সাফ কথা, ‘আমি ভালো স্ক্রিপ্ট চাই। নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি মনে করি একটা ভালো ছবি তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষেরই অবদান থাকে।
এবছরের শেষের দিকেই হয়ত কাজলকে আবার দেখা যাবে অনস্ক্রিনে। অবশ্য ছবির ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বলিউডের অভিনেত্রী।