মা-মেয়েকে হত্যা
জেলা, প্রতিনিধি : মহানগরীর হালিশহর থানার আগ্রাবাদ এলাকায় মা-মেয়েকে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তাদের নাম পরিচয় জানা যায়নি।
হালিশহর থানার এসআই সাইফুল ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, আগ্রাবাদ কলোনির ১৭ নম্বর সড়কের একটি বাসা থেকে একজনকে গলা কাটা ও অপরজনকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুই মহিলাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।