বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, October 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইসলামী ব্যাংকে এস আলমের নিযুক্ত কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ!

ইসলামী ব্যাংকে এস আলমের নিযুক্ত কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ! 

Aideshaisomoy

২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণের পর নিযুক্ত নির্বাহী কর্মকর্তাদের ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, `এসব নির্বাহী কর্মকর্তাকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপের নির্দেশনায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের নিয়ম অনুসরণ না করেই এসব নিয়োগ দেয়া হয়েছে।’

ব্যাংকের সার্টিফায়েড ব্যাংক অডিটররা (সিবিএ) মতিঝিল প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে এমন দাবি জানান।

ইসলামী ব্যাংক সিবিএ’র নেতা আনিসুর রহমান বলেন, অধিকৃত ইসলামী ব্যাংক খুব শীঘ্রই ফিরে আসবে। ২০১৭ সালের পর যত নির্বাহী এসেছেন, তারা এই ব্যাংকে ঢুকতে পারবেন না। এতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সমর্থন জানিয়েছেন।

২০১৭ সাল থেকে সকল অবৈধ নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করা হবে। যারা গত সাত বছরে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য পদোন্নতি ফিরিয়ে দেওয়া হবে।

ইসলামী ব্যাংকের অপারেশন উইংয়ের প্রধান এসএভিপি কামাল উদ্দিন জসিম বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। বিচক্ষণতার সঙ্গে এ অর্জনকে ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এমডির সঙ্গে কথা বলেছি, ২০১৭ সাল থেকে সব অবৈধ নিয়োগ বাতিলের কাজ শুরু করেছি।’

অপরদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মঙ্গলবার (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে।

এছাড়াও, তারা শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ব্যাংকের প্রধান কার্যালয়, ১৬টি জোন অফিস, ৩৯৫টি শাখা, সকল উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone