বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ১৯ দলের হরতাল চলছে ১১ উপজেলায়

১৯ দলের হরতাল চলছে ১১ উপজেলায় 

images

এইদেশ এইসময়, ঢাকা :  কেন্দ্র দখল, ভোট কারচুপি, এজেন্ট বের করে দেওয়া, নেতাকর্মীদের উপর হামলাসহ নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবিতে ১১টি উপজেলায় আজকে হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।

উপজেলাগুলোর মধ্যে রয়েছে-বরিশালের আগৈলঝাড়া, চুয়াডাঙ্গার জীবননগর, ভোলার তজুমদ্দিন, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ, বটিয়াঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া।

হরতালের কারণে ওইসব এলাকায় সোমবার সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতানসমূহ।

এদিকে হরতালে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে হরতাল চলাকালে সকাল থেকে এখনো পর্যন্ত বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone