বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না : রফিকুল ইসলাম

পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না : রফিকুল ইসলাম 

ai

কাজী আমিনুল হাসান, ঢাকা :  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, পুলিশ প্রশাসন দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে না। গতকাল উপজেলা নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। দেশের জনগণ সে সব দেখেছে।

সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম নির্বাচনে সহিংসতা ও ভোট ডাকাতির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি কি প্রমাণ করতে পারবেন গণমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা? পারলে প্রমাণ করুন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

এ সময় পুলিশ প্রশাসনের প্রতি অযথা মিথ্যা মামলা ও হয়রানিমূলক গ্রেফতার বন্ধ করারও আহ্বান জানান রফিকুল ইসলাম মিয়া।

মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone