সচিবদের শাস্তির দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ
আজ রবিবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে তারা সচিবালয়ের সামনে ছাত্র-জনতা পরিচয়ে অবস্থান নেন কয়েক শজন। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা চলে যান।
এদিকে সচিবালয় গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। তবে বিক্ষোভকারীদের কোনো বাধার মুখে পড়তে হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা পরিচয় দেওয়া পল্টনের এক বাসিন্দা জানান, শেখ হাসিনার সময় যারা সচিব ছিলেন তাদের ইমিডিয়েট অপসারণ চাই।
তারা হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, সে জন্য আমরা এখানে মিছিল করছি। যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই তো গুম, খুন ও হত্যা হয়েছে।