বার্সার দুরন্ত জয়,মেসির হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক : লা লিগার এল ক্লাসিকোয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে বার্সেলোনা। তার সাথে হ্যাটট্রিকেরও দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
প্রথমার্ধের সাত মিনিটে ইনিয়েস্তার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২০ মিনিটে রিয়েলের হয়ে সমতা ফেরান বেঞ্জেমা। ৪ মিনিট পর তারই গোলে এগিয়ে যায় রিয়েল।
রোববার অনুষ্ঠিত খেলার ৪২ মিনিটের মাথায় বার্সার হয়ে সমতা ফেরান মেসি। ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে রিয়েলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর ১০ মিনিট পরে পেনাল্টি বক্সে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়েলের রামোস।
পেনাল্টি থেকে এবার গোল করেন মেসি, ফলে খেলার ফল দাঁড়ায় তিন তিন। কিন্তু ৮৪ মিনিটে বক্সে ইনিয়েস্তাকে ফাউল করেন জ্যাভি। আবারও পেনাল্টির দেখা পেয়ে যায় বার্সেলোনা। সুযোগ হাতছাড়া করেননি মেসি, ফলাফল গিয়ে দাঁড়ায় চার তিনে। এরপর আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়েলের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল এক। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিনে আছে বার্সেলোনা।