খুলনা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ
খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। পুলিশ কর্তৃক শ্রমিক হয়রানির প্রতিবাদে সোমবার সকাল ৮টা থেকে শ্রমিকরা তেল উত্তোলন বন্ধ করে দেয়।
এদিকে তেল উত্তোলন বন্ধ থাকায় খুলনা বিভাগের ১০ জেলা ও ফরিদপুরের ৫ জেলার পেট্রোল পাম্প মালিকরা বিপাকে পড়েছেন। তিনটি ডিপোর সামনে ট্যাংকলরীর দীর্ঘ লাইন জমে আছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, রোববার গভীর রাতে ইউনিয়নের চারজন শ্রমিককে খালিশপুর থানা পুলিশ ধরে নিয়ে গিয়ে হয়রানি ও নির্যাতন করে। পুলিশের এ আচরণের প্রতিবাদে শ্রমিকরা তিনটি ডিপো থেকে সকল প্রকার জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে। এর আগেও বিভিন্ন সময়ে শ্রমিকদের অহেতুক ধরে নিয়ে গিয়ে হয়রানি ও টাকা পয়সা আদায় করেছে। বেলা ১টায় সমিতির অফিসে জরুরি সভা করে ওসি এসএম কামরুজ্জামানের অপসারণ দাবি করা হয়েছে।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, রোববার গভীর রাত ৪টার দিকে সন্দেহজনকভাবে ৪জন শ্রমিককে আটক করা হয়। আটকের সময় তাদের কাছে সমিতির কোন পরিচয়পত্র ছিলো না। সোমবার সকালে শ্রমিক নেতারা থানায় আসলে ওই চার শ্রমিককে ছেড়ে দেয়া হয়। পুলিশ অহেতুক শ্রমিক হয়রানি বা কোন প্রকার টাকা পয়সা আদায় করে না বলে জানান ওসি।