৫২৯ মুসলিম ব্রাদারহুড কর্মীকে ফাঁসির আদেশ
নিউজ ডেস্ক : মিশরে হত্যা ও সহিংসতার মামলায় একসঙ্গে ৫২৯ মুসলিম ব্রাদারহুড কর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। সোমবার দেশটির উচ্চ আদালত এই রায় দেয়।
যদিও আদালতের এই রায় কাযকেরের আগে দেশটির প্রধান ধর্মীয় নেতার অনুমতি নিতে হবে।
জানা যায়, দেশটির সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুড দলের ওই ৫২৯ সদস্যের বিরুদ্ধে গত বছর আগস্টে দাঙ্গার সময় মাতে জেলার থানায় হামলা চালানো এবং পুলিশের একজন ডেপুটি কমান্ডারকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সেসময় বিভিন্ন সহিংসতায় দেশজুড়ে আট পুলিশসহ কমপক্ষে ৬৩২ জন মানুষ প্রাণ হারায়।
বর্তমানে ওই ঘটনার জন্য আটক ব্রাদারহুডের কমপক্ষে ১২০০ কর্মী বিচার হচ্ছে। তাদের মধ্যে থেকে ৫২৯ জনকে ফাঁসির আদেশ দেয়া হলো।