বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, October 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » এভিয়েশন » হাব নিয়ে অস্থিরতা সৃষ্টিকারীরা সুযোগ সন্ধানী : মামুনুল হক

হাব নিয়ে অস্থিরতা সৃষ্টিকারীরা সুযোগ সন্ধানী : মামুনুল হক 

1

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কিন্তু এখানেও যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তারা মূলত সুযোগ সন্ধানী।

রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় মাওলানা মামুনুল হক এ কথা বলেন। নয়া পল্টনের হোটেল ভিক্টোরীর সাংগু হলে আয়োজিত সভায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি আজকের পর থেকে আর অস্থিরতা থাকবে না। আগামী হজে হাজীরা ভালো মানের সেবা পাবেন।’

হাব উলামা ফোরাম আয়োজিত সভায় উলামা ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মাদ কুতুবুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির স্বেচ্ছাসেব বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, বায়রার সাবেক কালচারাল সেক্রেটারি মোবারক উল্লাহ শিমুল, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান, এজেন্সি মালিক কামরুল ইসলাম সাঈদ আনসারী, আক্তারুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন, হাবের জনসংযোগ সচিব মাওলানা জোনায়েদ গুলজার।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এজেন্সি মালিকরা ব্যবসা নয়, আল্লাহর মেহমানদের সেবা করেন। কিন্তু আওয়ামী লীগ সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। হাবের মতো জায়গায় রাজনীতি থাকবে কেন? তিনি বলেন, এখানে কোন রাজনীতি নয়, সবাই মিলেমিশে থাকবেন। বিএনপি আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকবে। কোনো সুবিধাবাদীকে পাত্তা দিবেন না।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৫ আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তবে এখনো হাসপাতালগুলোতে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা ব্যথা, যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদের জন্য আমরা দোয়া করি। তিনি বলেন, হজ এজেন্সি মালিকরা আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশায় কাজ করেন। তারা ব্যবসা নয়, হাজীদের সেবা করে থাকেন।
সূত্র : বাসস

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone