ভোট ডাকাতির রেকর্ড গড়েছে আ.লীগ : শাহ মোয়াজ্জেম
ইজাজ ফারুক মেহেদী, ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, উপজেলা নির্বাচনে রোববার ভোট ডাকাতির রেকর্ড গড়েছে আ.লীগ। জনগণের ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা অতিমাত্রায় লঙ্ঘন করছে সরকার। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাব্যস্ত করাই এখন আ.লীগের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জেড ফোর্স আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিলে এই অবৈধ সরকার খড়কুটার মতো উড়ে যাবে।
বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী থেকে শুরু করে আপামর জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শফিউল আলম প্রধান প্রমুখ।