আজ মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সুপার টেন শুরু আজ মঙ্গলবার। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
মূল পর্বের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সাকিব-তামিমরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে উভয় দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের জন্য। তারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে ব্যাকফুটে।
অন্যদিকে বাংলাদেশ দলও সুপার টেনে জয় দিয়ে শুরু করতে চায়।
টি-টোয়েন্টির সীমিত ওভারের ক্রিকেটে সবসময়ই ফেবারিট ক্যারিবীয়রা। তাদের পুরো এগারজন ক্রিকেটারই ছক্কা হাঁকাতে ওস্তাদ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারিয়ে ট্রফি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এবারও তারা ট্রফি জয়ের টার্গেট নিয়েই এসেছে।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে কিছুটা হলেও ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ তাদের জয় অনিবার্য। বাংলাদেশ দলও জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে। তবে দিনের খেলায় যারাই নিজেদের সেরাটা মেলে দিতে পারবে ম্যাচের রেজাল্ট তাদের পক্ষেই যাবে।