রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন, জানতে চেয়ে লিগ্যাল নোটিশ
১৯৯১ সালের জানুয়ারি হতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি কতজনের কারাদণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন সে তালিকা প্রকাশ ও প্রদানের জন্য একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক স্বরাষ্ট সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নামের তালিকা দিতে অনুরোধ করে বলা হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।
Posted in: জাতীয়