এবার ভেঙেছে সানি লিওনের খাট!
বিনোদন ডেস্ক : এবার মজার ঘটনা ঘটেছে বলিউড মাতানো পর্নো তারকা সানি লিওনের। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে যখন ‘রাগিনি এমএমএস টু’-র বক্স অফিস বেড়েই চলেছে ঠিক তখনই ভাঙলো সানির খাট।
এদিকে মুক্তি পাওয়ার তিনদিনের মাথায় প্রায় চব্বিশ কোটি টাকার ব্যবসা হয়েছে। যৌনতাপূর্ণ এই ছবিটির পুরো ক্রেডিট একাই ভাগ করে নিচ্ছেন সানি লিওন।
জানা গেছে, সানির ‘এমএমএস’ যখন খবরের শিরোনামে, ঠিক তখনই অদ্ভুত ঘটনাটি ঘটলো। মুম্বাইয়ে শখ করে কেনা ফ্ল্যাটটি বর ডেভিডকে সঙ্গে নিয়ে মনের মতো করে সাজিয়েছেন। সুখেই চলছিল সংসার। কিন্তু রাগিনি এমএমএস মুক্তির পরই ঘটে বিপত্তি।
প্রিমিয়র শো দেখে বরকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে যান সানি। সিনেমা হিটের আনন্দে অস্থির সানি। নিজের মতো করে সেলিব্রেট করতে ডেভিড -সানি শ্যাম্পেন খুলেন নিজের বাড়িতে।
হঠাৎ-ই আঁচমকা শব্দে জ্ঞান ফিরে সানি-ডেভিডের। ছুটে যান বেডরুমে। ততক্ষণে সানির সাধের খাট ভেঙে চৌঁচির। দু’জনেই অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকাতে থাকেন।
হতবাক হয়েই সানি ফোন করলেন ইন্টেরিয়ারকে। পরক্ষণেই অর্ডার দিলেন নতুন ডিজাইনের খাট। তবে সেই আনন্দের রাত তারা কাটিয়েছেন মাটিতে বিছানা করেই।