বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা হারাল মন্ত্রণালয়

গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা হারাল মন্ত্রণালয় 

গ্যাস–বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানী করেই গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩–এর ৩৪ক ধারা বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটি অনতিবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওই দিনই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone