গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা হারাল মন্ত্রণালয়
এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানী করেই গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩–এর ৩৪ক ধারা বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটি অনতিবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওই দিনই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Posted in: জাতীয়