আজ পশ্চিমবঙ্গে আসছেন রাহুল গান্ধী
নিউজ ডেস্ক : তৃণমূলের সঙ্গে জোট ভাঙার পর মঙ্গলবার প্রথম পশ্চিমবঙ্গে আসছেন রাহুল গান্ধী। সকাল ১১টায় চালসার পাশে নাগরাকাটায় জনসভায় যোগ দেওয়ার পর, সেখান থেকে ত্রিপুরার সভা সেরে শহীদ মিনারের কর্মী সভায় যোগ দেবেন সোনিয়া তনয়।
এআইসিসির চেষ্টা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে জোট বাঁধার মুখ্য ভূমিকা নিয়েছিলেন রাহুল। ফলে এই তরুণ তুর্কীর বার্তার দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি মহল।
সোমবার থেকেই প্রদেশ কংগ্রেস নেতারা শহীদ মিনারের সভার আয়োজন নিয়ে বেশ ব্যস্ত। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর পিছু
হঠায়, রাজনৈতিক মহলের মতে পশ্চিম বঙ্গে কংগ্রেসের হাল বেহাল। এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের অন্দর মহলের কংগ্রেসের এই পোস্টার বয়-এর প্রচার একদিক
থেকে অক্সিজেনেরই সমান।