সারাদেশে লাখো কণ্ঠে সোনার বাংলা
এইদেশ এইসময়, ঢাকা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের আয়োজনের সাথে দেশের বিভিন্নস্থানেও জাতীয় সংগীত গাওয়া হয়েছে।
বুধবার সকাল থেকেই জেলা শহরে প্রশাসন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রদিবেদনে বিস্তারিত :
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সকাল ১১টায় জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের নেতৃত্বে জেলা ষ্টেডিয়ামে জাতীয় সঙ্গীত গেয়েছেন কয়েক হাজার জনতা।
যশোর : যশোরের সিভিল কোর্ট মোড়, চাঁচড়া মোড়, মুড়লি মোড়, মণিহার বাসস্ট্যান্ড, খাজুরা বাসস্ট্যান্ড ও পালিবাড়ি ভাস্কর্যের মোড়ে একসাথে জাতীয় সঙ্গীত গেয়েছে লক্ষাধিক মানুষ।
বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এসব স্পটে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
মাদারীপুর : সকাল ১১.১ মিনিটে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে জাতীয় সংগীত গেয়েছেন সহস্রাধিক মানুষ। এ সময় জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল : সকালে জেলা স্টেডিয়ামে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞাসহ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা একসাথে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ডে অংশ নেন।
চরফ্যাশন : সকাল ১১টায় চরফ্যাশনে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব’র নেতৃত্বে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এক সাথে জাতীয় সংগীত পরিবেশন বরেন।
ঝিনাইদহ : ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সকাল ১১ টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জাতীয় সংগীতে অংশ নেন।
কক্সবাজার : সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে পর্যটক, সাংবাদিক, রাজনীতিবিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ একসাথে জাতীয় সংগীত গেয়ে স্বাধীনতা দিবস পালন করেছেন।
গোপালগঞ্জ : “লাখো কন্ঠে-জাতীয় সংগীত” অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রসাশন ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সেখান থেকে অংশ নেয়। সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে কয়েক হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ লাখো কন্ঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা”-এ কন্ঠ মেলান। এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নরসিংদী : দিবসটি পালনে জেলার মোসলেহ উদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামে ‘জাতীয় সংগীত গাইবো বিশ্ব রের্কড গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে সংগীত প্ররিবেশন করা হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।