মানহানির মামলায় সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে আদালতে তলব
মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন আদালত। আগামী ২৮ নভেম্বর তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাস।
Posted in: জাতীয়