শাহআমানতে ফের স্বর্ণ উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক : মাত্র একদিনের ব্যবধানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এবার ৫৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় ৩ যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ওসমান গণি, মো. আইয়ুব ও রেজাউদ্দিন রানা ।
বিমান বন্দর কাষ্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান ম-ল জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-০৪৮) ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৩ যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, ৩ যাত্রী তাদের পরিহিত জুতার ভিতরে করে এসব স্বর্ণ নিয়ে আসে। এব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্ল্খ্যে, গত ২৫ মার্চ মঙ্গলবার শাহ আমানত বিমান বন্দরে স্মরণকালের বৃহত্তর স্বর্ণের চালান (১০৫ কেজি) আটক করা হয়। এসময় ১০ জন যাত্রীকেও আটক করা হয়েছিল।