বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পোশাক শিল্পে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

পোশাক শিল্পে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে : বাণিজ্যমন্ত্রী 

1875_1

এইদেশ এইসময়, ঢাকা :  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন কোনো শ্রমিক অসন্তোষ নেই। মালিক-শ্রমিক আন্তরিকভাবে পোশাক শিল্পে কাজ করে যাচ্ছেন। তৈরি পোশাক কারখানায় নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক শিল্পের উপযুক্ত ভবন, নিরাপদ বিদ্যুৎ ও অগ্নিসংযোগ প্রতিরোধ ব্যবস্থাপনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের অন্যায়ভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা প্রত্যাশিত নয়। একইভাবে প্রতিষ্ঠানকে নিজের মনে করে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে শ্রমিকদের কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, শিল্প মালিক ও শ্রমিকরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং আন্তরিক। আশা করছি, বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক দূর এগিয়ে যাবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যালোচনা করে জিএসপি সুবিধা স্থগিতাদেশ প্রত্যাহার করবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।

তিনি আরো বলেন, যেসব কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে এবং স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য যেসব শর্ত আরোপ করা হয়েছে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় সকল শর্ত পূরণ করেছে। শিল্প-কারখানায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

মন্ত্রী বলেন, ইরোপীয় ইউনিয়ন, আইএলও, এ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি, এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি সকলেই বাংলাদেশের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone