জনগণ ক্ষুব্ধ হওয়ার আগেই সংলাপে বসুন : সরকারকে খালেদা
প্রধান প্রতিবেদক : জনগণ ক্ষুব্ধ হওয়ার আগেই আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ একদলীয় শাসন ব্যবস্থা চায় না। তারা চায় বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচন। বর্তমানে যারা ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের হাতে দেশ ও দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। তাই এই মুহূর্তে প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। যাতে করে তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়।
ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, বর্তমান আওয়ামী সরকার ও সংসদ অবৈধ এমনকি তাদের কাজকর্মও অবৈধ। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে যে ধরনের কর্মকা- পরিচালনা করছে তা স্বাধীনতা ও মানবতাবিরোধী। আর এই মানবতাবিরোধী কাজের জন্য আওয়ামী লীগকে একদিন জবাব দিতে হবে এমনকি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দেশব্যাপী খুন, গুম বন্ধ করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে নয়, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি।’
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও দল। কারণ মহান মুক্তিযুদ্ধের ঘোঘণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান করে না, বিএনপি করে। আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা না দিলেও তাদের যে একেবারে অবদান নেই তা বলছি না। আওয়ামী লীগ গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাদের একমাত্র লক্ষ্যই হলো আজীবন ক্ষমতায় থাকা।
মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আপনাদের আবারো জেগে উঠতে হবে। আমি বলছি না আবারো যুদ্ধ করতে হবে। এখন আপনাদেরকে আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে।
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেন, এখন সময় তোমাদের। তাই দেশ রক্ষা, দেশের মানুষের জানমাল রক্ষায় তোমাদেরকে মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, জুলুমবাজ সরকারে বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। তবেই অল্প সময়ের মধ্যে দেশে শান্তি ফিরে আসবে। দেশের মানুষ সম্মান পাবে।
বর্তমান ক্ষতাসীন সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে সকল প্রকার ষড়যন্ত্র পাকাপোক্ত করেছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘আমার ও আমার পরিবারের ওপর দিয়ে নানা রকম ধকল গেছে। তারপরেও আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি, আপোস করিনি। ভবিষ্যতেও করবো না। গণতন্ত্রের জন্য কাজ করে যাব।
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, শমসের মবিন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম প্রমুখ।