এবার পুলিশের ২৫০ এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতি
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনকে অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে শৃঙ্খলাজনিত।
এদের প্রশিক্ষণ শুরু হয়েছিল গত বছরের ১১ নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৪ নভেম্বর।
Posted in: জাতীয়