বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিদ্যুৎ কর্মকর্তাকে পেটালেন মন্ত্রী

বিদ্যুৎ কর্মকর্তাকে পেটালেন মন্ত্রী 

5055

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) এর উপ-সহকারী প্রকৌশলী পুনয় চন্দ্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুক্রবার রাত ৯টায় উপজেলাস্থ মন্ত্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।

বিক্রয় ও বিতরণ বিভাগ কালিহাতীর নির্বাহী প্রকৌশলী নুরে আলম ও বিক্রয় ও বিতরণ বিভাগ (২) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী হায়দার আলী ফকির জানান, রাতে মন্ত্রী লতিফ সিদ্দিকী তাদের দু’জনসহ পুনয় চন্দ্রকে তার বাসায় ডেকে নেন। মন্ত্রীর বাসায় গিয়ে উপ-সহকারী প্রকৌশলী পুনয় চন্দ্র মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকায় মন্ত্রী তাকে গালমন্দ করেন।

এক পর্যায় মন্ত্রীর সামনে থাকা লাঠি দিয়ে পুনয় চন্দ্রের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone