বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে: মাওলানা মামুনুল হক

যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে: মাওলানা মামুনুল হক 

সংগ্রাম অনলাইন:  আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান।

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের মানুষ আনন্দে মেতে উঠেছে। মানুষ বিশ্বাস করে, এ দেশে একমাত্র সন্ত্রাসনির্ভর ছাত্র সংগঠন হলো ছাত্রলীগ। শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই দায়িত্ব শেষ হবে না, যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে। খুনের সহযোগিতার দায়ে সংগঠন হিসেবেও আওয়ামী লীগের বিচার করতে হবে। সব অত্যাচার, অবিচার, অনাচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিশোধ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো। মানব রচিত কোনও তন্ত্র-মন্ত্র দিয়ে তা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন খেলাফত ব্যবস্থা। শুধু ফ্যাসিবাদকে বিদায় করেই আমরা ক্ষান্ত হতে চাই না। আমরা পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদের সহযোদ্ধা, সহযোগীরা এক হয়ে কাজ করবো।’

ভারতের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘আওয়ামী দুঃশাসন বাংলাদেশের উন্নয়ন কিংবা জনগণের জন্য কাজ করেনি। বরং তারা আরেকটি দেশের স্বার্থে বাংলাদেশের ক্ষমতার মসনদকে কুক্ষিগত করেছিল। এ ক্ষেত্রে আমি স্পষ্ট ভারতের নাম উল্লেখ করতে চাই। ১৫ বছর পর্যন্ত ভারতের নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি একচুল পরিমাণও ভ্রুক্ষেপ করেনি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভারত বাংলাদেশবিরোধী তার মিশন থামায়নি, তারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসেনি। বাংলাদেশ থেকে বিতাড়িত, পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের ভারত আশ্রয় দিয়েছে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা আবু সাঈদ নোমান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone