কুকুরের লেজ সোজা হয় না কেন
বাংলায় একটা প্রবাদ আছে—‘কুত্তার লেজ কখনো সোজা হয় না।’ প্রবাদটা কিন্তু মিথ্যে নয়। বিশেষ ব্যতিক্রম ছাড়া কুকুরের লেজ সবসময় বাঁকা অবস্থায় দেখবেন।
কিন্তু কেন কুকুরের লেজ সোজা হয় না?
প্রতিটি কুকুরের শরীরের গঠন ভিন্ন।
কুকুরের লেজে অনেক হাড়, পেশি এবং স্নায়ু থাকে। সবগুলোর সমন্বয়ে লেজের গঠন ও নড়াচড়ার ব্যাপাটা জড়িত থাকে।কুকুরের লেজ বাঁকা হওয়ার প্রধান কারণ হলো তাদের হাড়ের গঠন। তবে বিভিন্ন প্রজাতির কুকুরের লেজের গঠনে ভিন্নতা দেখা যায়।
কিন্তু লেজ পুরোপুরি সোজা—এমন কুকুর খুব কমই দেখা যায়।কুকুরের লেজের আকৃতি তাদের জেনেটিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এ কারণেই প্রজাতিভেদে লেজের গঠন আলাদা হয়। যেমন, কিছু প্রজাতির কুকুরের লেজ পুরো বৃত্তাকার হয়।
যেমন আমাদের দেশীয় কুকুরগুলোর লেজ এমন বৃত্তাকার। আবার কিছু প্রজাতির কুকুরের লেজ সামান্য বাঁকা। যেমন জার্মান শেফার্ডের লেজ শিয়ালের মতো ঝুলে থাকে। তারপরও এদের লেজ পুরোপুরি সোজা নয়, সামান্য বাঁকা ।
কুকুরের লেজ তাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
তারা যখন দৌড়ায়, লেজটি তাদের শরীরকে সঠিক ভারসাম্যে রাখতে সাহায্য করে। বাঁকা লেজ চলাচলের সময় বাড়তি সুবিধা দেয় কুকুরকে। বিশেষ হঠাৎ করে দিক পর্বিতন বা বাঁক ঘোরার সময়।কুকুর লেজ দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে। তারা যখন উত্তেজিত, ভীত, বা আনন্দিত হয়, তখন লেজের অবস্থান পরিবর্তন হয়। যেমন, কুকুর যখন খুশি হয়, তারা লেজ নাড়ায়, আর ভীত হলে লেজ গুটিয়ে ফেলে। লেজ সোজা বা বাঁকা করে অন্য কুকুর বা মানুষের নিজেদের খুশি, ভয় বা আনুগ্যতের বহিঃপ্রকাশ ঘটায়।
কুকুরে লেজ তার মালিককে সুবিধা দিতেই প্রাকৃতিকভাবে বিকশিত হয়ছে। সোজা লেজের চেয়ে বাঁকা লেজ কুকুরকে বাড়তি সুবিধা দেয়।
সূত্র: হাউ ইট ওয়ার্কস