লেবানন থেকে দেশে ফিরলেন আরো ১৮৩ বাংলাদেশি
লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আরো ১৫১ জন দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫১ জন বাংলাদেশি আজ বুধবার (৬ নভেম্বর) ভোররাত ১টায় দেশে প্রত্যাবাসন করেন।
উল্লেখ্য, এ ফ্লাইটটি ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে একটি চার্টার্ড ফ্লাইট।
এর আগে গতকাল ৫ নভেম্বর বাংলাদেশ সরকারের অর্থায়নে EK 584 ফ্লাইটে লেবানন থেকে আরো ৩২ জন দেশে ফেরেন। এ নিয়ে ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরলেন।
দেশে ফেরা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।