সাপের বিষ কোথায় থাকে?
সাপ আত্মরক্ষার জন্য ছোবল দেয়। বিষধর সাপ বিষদাঁতের সাহায্যে অন্য প্রাণীর শরীরে বিষ ঢুকিয়ে দেয়। কিন্তু সাপের এই বিষ কোথায় থাকে, তা কি জানেন?
সাপের শরীরের একটি বিশেষ অঙ্গ আছে। সেটাকে ভেনম গ্ল্যান্ড বা বিষগ্রন্থি।
সাপের মাথার ওপরের দিকে, ঠিক চোখের পেছনের অংশে থাকে এই বিষগ্রন্থি। এটি মানুষের থুথু গ্রন্থির মতোই, কিন্তু এতে বিষাক্ত প্রোটিন এবং এনজাইম তৈরি হয়। এই গ্রন্থি স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং সাপ কামড় দেওয়ার সময় সক্রিয় হয়।
সাপের বিষগ্রন্থি থেকে বিষ বের হয়ে আসে বিশেষ দাঁতের মাধ্যমে।
সেই দাঁগুলোকে ফ্যাংস ব বিষদাঁত বলা হয়। এই দাঁতগুলো নলাকার বা খাঁজযুক্ত হয়—অনেকটা সিরিঞ্জের সুচের মতো। এই দাঁত শিকারের দেহে বিষ দ্রুত প্রবেশ করতে সাহায্য করে।সূত্র: হাউ ইটস ওয়ার্কস