বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে ভুল হয় না, তা না। আমাদের ভুল হলে ধরিয়ে দেন। তবে, আমার অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি, ওটা বলবেন না। পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করছে।

পাকিস্তান থেকে আসা জাহাজ ইস্যুতে ভারতের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, এ জাহাজ মধ্যপ্রাচ্য থেকে এসেছে। একটা দেশ হয়েই জাহাজটি আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কি কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব?

তিনি আরও বলেন, আমার দেশ সবার ওপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে… তারা আমাদের শত্রু।

সরকার পতন পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভুয়া মামলায় যেন কেউ হেনস্তার শিকার না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছে। মামলাগুলো পুলিশ, র‍্যাব, আনসার নয়, জনগণ দায়ের করেছে। আগে ভুয়া মামলা দায়ের করত পুলিশ। তারা মামলায় ১০ জনের নাম উল্লেখ এবং ৫০ জন বেনামি আসামি দিতো। এখন এটা জনগণ করছে।

এ সময় পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone