ওবামা-পুতিন ফোনালাপ : ইস্যু ইউক্রেন
ইন্টারন্যাশনাল ডেস্ক : কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েছেন সে বিষয়ে কথা বলার জন্য ওবামাকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
টেলিফোনালাপে ওবামা সম্ভাব্য আলোচনার জন্য পুতিনকে লিখিত প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে।
এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিন বলেছে, টেলিফোনালাপে পুতিন পরিস্থিতি স্বাভাবিক করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়ার জনগণের ইচ্ছে অনুযায়ী এটি রুশ ফেডারেশনে যোগ দেয়। কিন্তু এ পরিবর্তন মেনে নিতে পারেনি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। তারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
প্রায় এক ঘন্টাব্যাপী ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সীমান্তে সেনাসমাবেশ না করার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় এবং ইউক্রেনের অখন্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের আর কোনো পদক্ষেপ না নেয় তাহলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। টেলিফোন সংলাপে সিদ্ধান্ত হয়, পরবর্তী করণীয় নিয়ে খুব শিগগিরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন।