বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক 

দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক
ভারতের কারগার থেকে মুক্তি পেয়ে দেশের ফিরলেন ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ বাংলাদেশি। মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫নং ঘাটে এসে পৌঁছান তারা। এ ছাড়া বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।

এর আগে গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায়।

খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ এই দুটি নৌযানসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ঘটনার পরদিন মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছিল।

আরো পড়ুন

সঙ্গী হারিয়ে হাতিদের আহাজারি, শাবকটি খুঁজে বেড়াচ্ছে মাকে

 এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের। আর এফভি মেঘনা-৫ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় এফভি লায়লা-২ ট্রলারটি।

২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারটিতে ৪১ জন নাবিক-জেলে ছিলেন। এফভি মেঘনা-৫ ট্রলারটি গত ২৪ নভেম্বর সাগরে যায়। ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল।
এটিতে ৩৭ জন নাবিক-জেলে ছিলেন। ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে।

পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়। এ ছাড়া ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়।

ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয়।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone