সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ
বিজিবি জানায়, গত রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চৌকা বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপি’র টহলদল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে।
বিজিবি আরো জানায়, পরবর্তীতে বিকালে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ ও ৫৯’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষনিক বিএসএফ স্টাফ অফিসারের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে, বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে।
Posted in: জাতীয়