বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশ নয়,উন্নতি হয়েছে আ.লীগের : খালেদা জিয়া

দেশ নয়,উন্নতি হয়েছে আ.লীগের : খালেদা জিয়া 

ai

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের কোন উন্নতি হয়নি বরং আওয়ামী লীগের উন্নতি হয়েছে। আওয়ামী লীগের নেতাদের পরিবারের সদস্যদের উন্নতি হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ‘দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০১৪’ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি দাবি করলেও তারা মুক্তিযুদ্ধের দল নয়। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের উপদেষ্টাদের কি ভূমিকা ছিল? সেটা জাতি জানে।

তিনি আরও বলেন, যখনি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই সংখ্যালঘুদের বাড়ি দখল, টেন্ডার দখল করে।

উপজেলা নির্বাচন সম্পর্কে খালেদা জিয়া বলেন, যখন বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে শুরু করলো তখন আওয়ামী লীগ শয়তানি আর ষড়যন্ত্র শুরু করলো।

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি সম্মান রক্ষা করতে চান তাহলে যত তাড়াতাড়ি পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের চরিত্রগত কিছু বৈশিষ্ট্য আছে। তারা যখন ক্ষমতায় আসে ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, হত্যা খুন বেড়ে যায়। আর তার মাশুল দিতে হয় সাধারণ জনগণকে।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, কুইক রেন্টাল প্ল্যানের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তাদের পকেট ভারি করতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাঁচ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।

প্রতিটি সড়ক-মহাসড়কে সরকারের টোল আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিদেশিরা ট্রানজিট নিবে সেটার ফি নিলে বেয়াদবি হবে। আর বাংলাদেশর জনগণের কাছ থেকে টোল নিলে সেটা আদবি হবে।

কথায় কথায় আমাদেরকে কটাক্ষ করে কথা না বললে তাদের ঘুম হয় না। সীমান্তে যে মানুষকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ করা হয় না। তিস্তায় পানি নেই। পদ্মায় পানি নেই তার কোন প্রতিবাদ নেই। যে সরকার নিজের দেশ রক্ষা করতে পারে না, নিজের দেশের জানমাল রক্ষা করতে পারে না, সেই সরকার কোনদিন জনগণের সরকার হতে পারে না।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone