বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সরকারের পতন ঘটিয়ে গিনেজে নাম লেখাবো

সরকারের পতন ঘটিয়ে গিনেজে নাম লেখাবো 

21-10-13-BNP Chairperson Khaleda Zia_Brieffing-2

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শত কোটি টাকা খরচ করে জাতীয় সংগীত গেয়ে নয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গিনেজ বুকে নাম লেখানো হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ঘণ্টাব্যাপী বক্তব্যে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

আগামী রোবাবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বর্তমান মহাসচিব শওকত মাহমুদ সভাপতি পদে ও মহাসচিব পদে এমএ আজিজ। এবং অপর প্যানেলে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও মহাসচিব পদে ডিইজের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা সোয়া ১২টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব এম আব্দুল্লাহ।

আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনের পর সরকার পতন আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সময়, কাল নির্ধারণ করে আন্দোলন হবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে।’

তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে উপজেলা নির্বাচনে ফলাফল ঠিক করে রেখেছে, শুধু তা ঘোষণা বাকি।’

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘আমরা বলেছি শুধুমাত্র জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চেয়েছি।’

নির্বাচন কমিশনের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে।’

চাপের মধ্যে নির্বাচনে আসতে হয়েছে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমন বক্তব্য দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন তার জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাদেরও চাপ ছিল। আমরা নির্বাচনে যাইনি। কী এমন অপকর্ম করেছেন যে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন? অবশ্য তা আমরা জানি। সময়মতো প্রকাশ করা হবে।’

সংসদ থেকে জাতীয় পার্টিকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এখনো সময় আছে, নিজেদের চামড়া বাঁচাতে চাইলে সম্মান নিয়ে পদত্যাগ করুন।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone