হিজলায় বিএনপির নিরুত্তাপ হরতাল চলছে
এইদেশ এইসময়, ঢাকা : হিজলা উপজেলায় ১৯দলীয় জোটের ডাকে চলছে নিরুত্তাপ হরতাল।
হরতালে রোববার সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি হরতালের সমর্থনে ১৯দলীয় জোটের নেতাকর্মীদের কোনো মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি।
ফলে অনেকটা স্বাভাবিক রয়েছে উপজেলা শহরের আইশৃংখলা পরিস্থিতি।
শহরের অভ্যন্তরে প্রতিদিনের ন্যায় চলাচল করতে দেখা গেছে ব্যাটারি চালিত আটোরিকশা, রিকশা ও ভ্যান।
হরতালে তেমন একটা প্রভাব না পড়ায় উপজেলা শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার বাংলামেইলকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া মহল্লা বিশেষ নজরদারিতে রয়েছে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একাধিক দল।
সকাল থেকে উপজেলা শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনার ঘোষিত তৃতীয় দফা তফসিল অনুযায়ী ২৩ মার্চ হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এ দিন বিচ্ছিন্ন কিছু ঘটনায় তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করে জেলা সিনিয়র রিটানিং অফিসার মো. দুলাল তালুকদার।
কেন্দ্র তিনটি হলো- সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বড়জালিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরবর্তীতে বৃহস্পতিবার ২৭মার্চ স্থগিত এ তিনটি কেন্দ্রে ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ টিপুর (হেলিকপ্টার) বিরুদ্ধে কেন্দ্র দখল, বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর ও জাল ভোট প্রয়োগের অভিযোগ এনে রোবাবার উপজেলা শহরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান ১৯দলীয় জোট প্রার্থী দেওয়ান মোহাম্মদ শহিদ উল্লাহ (চিংড়ি)।