বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ফলাফল অনুকূলে নিতে হামলা চালানো হচ্ছে : বিএনপি

ফলাফল অনুকূলে নিতে হামলা চালানো হচ্ছে : বিএনপি 

flag_of_bangladesh_nationalist_party_31102

এইদেশ এইসময়, ঢাকা : পঞ্চম দফা নির্বাচনের ফলাফলও নিজেদের অনুকূলে নিতে বিএনপি সমর্থিত প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশন সম্পর্কে সালাউদ্দিন বলেন, কমিশন ভোট ডাকাতি ঠেকাতে ব্যর্থ হয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের আদলে একটি সর্বনাশা দল। তাদের ইতিহাস হত্যা, গুম-খুন আর কেন্দ্র দখল করে ভোট ডাকাতির।

সরকারকে উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, পৃথিবীর কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি আর আপনারাও পারবেন না। এখনো সময় আছে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতন ঘটানো হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone