পার পেলেন আফিল-মনির
প্রধান প্রতিবেদক : অবশেষে নি:শর্ত ক্ষমা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বোর্ডের রায়ে ক্ষমা পেলেন দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ও মো. মনিরুল ইসলাম।
গত ২৭ মার্চ আচরণবিধি লংঘনের অভিযোগের শুনানি শেষে নির্বাচন কমিশন আজ (রোববার) এ রায় ঘোষণা করে। ইসির আইন শাখা বিষয়টি নিশ্চিত করে।
এ রায়ের ফলে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশে আর কোন বাধা থাকল না।
গত ৭ জানুয়ারি আচরণবিধি লংঘনের অভিযোগের ভিত্তি দুই প্রার্থীকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি। প্রার্থীরা ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। ইসির কারণ দর্শানোর নোটিশের জবাবে শুনানিতে উপস্থিত থাকার আবেদন করে এই দুই প্রার্থী। পরবর্তীতে ইসির শুনানির পূর্বে গেজেট প্রকাশ না করার বিরুদ্ধে আদালতে রিট করলে আদালত পুনরায় ইসিকে বিষয়টির সমাধানের নির্দেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) রুটিন দায়িত্বে থাকা কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের নেতৃত্বে তিন কমিশনার ও কমিশনের ভারপ্রাপ্ত সচিব শুনানিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন স্থানীয় একপ্রার্থীর নির্বাচনী এজেন্ট। পরে নির্বাচনী তদন্ত কমিটি গত ৩ জানুয়ারি কমিশনে একটি প্রতিবেদন জমা দেয়।