পাকিস্তানের সংগ্রহ ৭৫/৩
এইদেশ এইসময়, ঢাকা : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের খেলায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৫ রান।
এর আগে, বিশ্বকাপের মূল পর্বের দুটিতেই কোন জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেরে গেলেও পাকিস্তান লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়ার ম্যাচে জয় দিয়ে।
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন।
পাকিস্তান : কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েম মালিক, শোহেইব মাকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাঈদ আজমল