ক্ষমা চাইতে হবে মোবারককে : রিজভী
এইদেশ এইসময়। ঢাকা : ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. আবদুল মোবারককে তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রসঙ্গত, রোববার ভারপ্রাপ্ত সিইসি আবদুল মোবারক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, ‘বিএনপি নাকে খত দিয়ে নির্বাচন করছে।’
সংবাদ সম্মেলনে রিজভী সিইসির এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, মোববারক যে বক্তব্য দিয়েছেন তা প্রধানমন্ত্রীকে খুশী করার জন্য। এ ধরনের বক্তব্য বঙ্গবন্ধু এভিনিউতে মানায়। নির্বাচন কমিশনে নয়। এ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।