আ.লীগ ভোট ডাকাতির উৎসব করছে : রফিকুল ইসলাম
প্রধান প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, জনগণের ভোটে বিশ্বাস না করে উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির উৎসব করছে আ’লীগ। আর এদের সহযোগিতা করছে আ’লীগের দুরমুজ বাহিনী বলে পরিচিত পুলিশ প্রশাসন।
সোমবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। বিশেষ করে উপজেলা নির্বাচনে ভরাডুবি সহ্য করতে না পেরে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ছাড়া করেছে।
অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।