ক্রিমিয়া সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী
ইন্টারন্যাশনাল ডেস্ক : সোমবার এক সফরে ক্রিমিয়া পৌছেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেন-ক্রিমিয়া ও রাশিয়া সঙ্কট শুরু হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এটাই প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রী মেদভেদেভ তার টুইটার অ্যাকাউন্টে জানান, এই অঞ্চলে তিনি উন্নয়ন বিষয়ে কথা বলার জন্য এসেছেন।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, ওই অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী সফর করছেন। এসময় কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার নৌঘাটি নিয়েও আলোচনা হবে।
চলতি মাসের ১৬ তারিখ ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে ভোট দান করে। যদিও পশ্চিমা সরকারগুলো এই ভোটকে প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর চার ঘন্টাব্যাপী আলোচনা ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ আলোচনাকে ‘খোলামেলা’ বলে উল্লেখ করলেও এ আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার টেলিফোনে ঘণ্টাব্যাপী আলাপের পর দু দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ল্যাভরভের মধ্যে তড়িঘড়ি করে এ বৈঠকের আয়োজন করা হয়।