বাজেট বোঝেন না অর্থমন্ত্রী : পরিকল্পনামন্ত্রী
এইদেশ এইসময়, ঢাকা : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থমন্ত্রী বাজেট বোঝেন না। তিনি অনেক বড় বাজেট দেন। বাজেট বক্তব্য দিতে দিতে শুয়ে পড়েন। কিন্তু, তা বাস্তবায়ন করতে পারেন না।
মুস্তফা কামাল বলেন, আমি বাজেট দিলে মাত্র ১৫ পৃষ্ঠার বক্তব্য থাকবে এবং সেটা হবে সেরা বাজেট। এটা পুরোপুরি বাস্তবায়ন হবে। তা দেশের মঙ্গল বয়ে আনবে।
সোমবার শেরে বাংলা নগরস্থ তার দফতরে সাংবাদিকদের সঙ্গে দেশের অর্থনীতি এবং বাজেট প্রসঙ্গে আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে কটাক্ষ করে এ কথাগুলো বলেন।
পরিকল্পনামন্ত্রী অর্থমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন, তিনি হাজারটা বলেন। কিন্তু একটাও রাখতে পারেন না। প্রবাসীদের সবাইকে ভোটার বানাবেন বলেছিলেন। অথচ এখন পর্যন্ত একজন প্রবাসীকেও ভোটার করতে পারেননি।
অর্থমন্ত্রী সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী আরও মন্তব্য করেন, তিনি ৫ বছর ধরে অর্থমন্ত্রী পদে আছেন। পিপিপি গরু না ছাগল তা তিনি এখন পর্যন্ত বোঝেন না। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এও বলেন, আপনারা ইচ্ছে করলে এটা লিখতে পারেন।