বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দলীয়ভাবে উপজেলা নির্বাচন করার চিন্তা রয়েছে : ওবায়দুল কাদের

দলীয়ভাবে উপজেলা নির্বাচন করার চিন্তা রয়েছে : ওবায়দুল কাদের 

Obaidul ai

প্রধান প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকারের এই কাঠামোর নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সরাসরি মনোনয়নের বিধান না থাকলেও সমর্থন জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগও তার ব্যতিক্রম নয়। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না তা কোনক্রমেই বলা যাবে না। তবে ভবিষ্যতে দলীয়ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত করার চিন্ত-ভাবনা আমাদের রয়েছে।

আজ দলের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে উপজেলা নির্বাচন উত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অতীতের যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ ও বাকযুদ্ধের রাজনৈতিক পরিবেশ বিদ্যমান থাকা সত্ত্বেও অতীতের যে কোন স্থানীয় সরকার নির্বাচনের চাইতে এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। অতি নগন্য সামান্য কিছু ঘটনা ব্যতিক্রম হিসেবে ধরে নিলে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হয়েছেন। কালো টাকা, পেশীশক্তি ব্যবহার হ্রাস পাবার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার নেই বললেই চলে।

নির্বাচনে সরকার কোনো প্রভাব খাটাইনি উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রশাসনকে বলেছি সরকারের কোনো দুর্নাম হয় এমন কাজ করবে না।  যদি দলীয় প্রভাববিস্তার করতাম তা হলে জামায়াত সমর্থিত বিজয়ী প্রার্থীদের স্থলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ী করতে পারতাম।

তিনি বলেন, বিএনপির সময় স্থানীয় সরকার নির্বাচনে অনেক দলীয় প্রভাব ছিল। তখন আমরা অনেক স্থানে প্রার্থী দিতে পারিনি। বিএনপি নির্বাচনে আগ মুহুর্তে কারচুপির অভিযোগ করলেও ফলাফলের পর চুপ করে রয়েছে। কারণ ফলাফল তাদের পক্ষে গেছে। আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো অপপ্রচার বন্ধ করুন, অপরাজনীতি ও মিথ্যাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সাবইকে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone