বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সোনার বারসহ তিন পুলিশ গ্রেপ্তার

সোনার বারসহ তিন পুলিশ গ্রেপ্তার 

image_84307_0.2222jpg

এইদেশ এইসময়, ঢাকা : সোনার বার আত্মসাতের অভিযোগে রাজধানীর রামপুরা থানার তিন পুলিশসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বাইরে তিনটি জেলা শহরে অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো- রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম, দুই কনস্টেবল ওয়াহিদ ও আকাশ। অপরজন তাদেরই সোর্স রানা। এছাড়া জিজ্ঞাসবাদের জন্য রানার স্ত্রী এবং গাড়ী চালককে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে সোনার বারসহ সমীর ও মুহিন নামে দুইজনকে আটক করেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এর তিন দিন পর এ ঘটনায় ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়, যাতে ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।

থানা হেফাজতে নেয়ার পর ওই দুই আসামি জানান, ওই গাড়িতে ২৩৫ পিস সোনার বার ছিল। যার মধ্যে ৭০ পিস উদ্ধার দেখিয়ে বাকিগুলো পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone