ভাল খেলার প্রত্যাশাই আজ মাঠে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক : পঞ্চম টি২০ বিশ্বকাপে আজই শেষ ম্যাচ বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরে ভীষণ হতাশ স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে আজ নিজেদের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। এমন ঘোষণা পাকিস্তানের কাছে ৫০ রানে হারের পরই দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম, ‘খুবই হতাশাজনক টুর্নামেন্ট এখন পর্যন্ত। তবে আরেকটি ম্যাচ আছে, আমরা সেই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। শেষটা ভালো করতে চাই।’
টানা তিন ম্যাচে পরাজয়। সুপার টেনে জয় তো দূরের কথা, কোনো দলের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ দল। আজ তাই স্বাগতিকদের সামনে শেষ সুযোগ। তবে শেষ দুটি ম্যাচে পরিবর্তন এনে অনেকটাই উন্নতি হয়েছে বাংলাদেশের। ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে একটি ম্যাচেও ভালোভাবে সঙ্গ দিতে পারেননি তামিম ইকবাল। তাই তামিমকে বিশ্রামে দিলে ওপেনিং জুটি কি একটু ভালো হতে পারে না? তামিমকে বাদ দেয়ার কথা শুনে আগের দিন স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম অনেকটাই আগ্রাসী হয়ে যান।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাদ দেয়া কিন্তু কোনো সমাধান নয়। একটা সাকিব, একটা মুশিফক, একটা তামিমকে পেতে হলে ৮-১০ বছর অপেক্ষা করতে হবে, যেটা আমি বিশ্বাস করি। মূল সমাধান হচ্ছে একটি টিম কম্বিনেশন।’ কিন্তু টিম কম্বিনেশন তো দূরের কথা, প্রতিটি বিভাগেই খারাপ করে চলেছে মুশফিকবাহিনী। ফিল্ডিংয়ের ব্যর্থতা এখন নতুন করে যোগ হয়েছে ডাবল এবং সিঙ্গেল রান বেশি দেয়া।
একের পর এক হতাশাজনক পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ দল। তারপরও প্রতি ম্যাচেই গ্যালারিভর্তি দর্শক সমর্থন দিয়ে যাচ্ছেন সাকিব-তামিদের। কিন্তু হতাশ করছেন স্বাগতিক খেলোয়াড়রা। কাজেই বিভিন্নভাবে কথা উঠছে, বাংলাদেশ এখনো টি২০ ক্রিকেট খেলা শেখেনি। এর আগেও কখনো টি২০ ক্রিকেটে ভালো খেলেনি সাকিব-তামিমরা। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারায় হতাশ মুশফিকবাহিনী।
এবার টি২০ বিশ্বকাপে বাংলাদেশের তিনজন পেসার ছিলেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই ইনজুরিতে পড়ে বাদ হয়েছেন ডানহাতি রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ইনজুরির কারণে ছিটকে পড়লেন মাশরাফি বিন মর্তুজাও। এখন দলে রয়েছেন একমাত্র পেসার আল আমিন হোসেন। আর দলের ব্যাটসম্যানদের রান বলতে একমাত্র এনামুল হক বিজয় ছাড়া কেউই ভালো করতে পারেননি। প্রথমসারির ব্যাটসম্যানরা উইকেটে যাওয়া এবং আসার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন। বোলিংয়ের অবস্থাও খুবই করুণ।
স্পিনার বলেন কি পেসার বলেন, কেউই আস্থার পরিচয় দিতে পারছেন না। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বলে হয়তো কিছুটা হলেও আশা জাগাতে পারে। কারণ হট ফেভারিট হয়ে পঞ্চম টি২০ বিশ্বকাপে আসা জর্জ বেইলির অস্ট্রেলিয়াও যে এখনো কোনো ম্যাচে জিততে পারেনি। তবে বাংলাদেশ দল সোমবার কোনোরকম অনুশীলন করেনি। আজ হারলে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হবে স্বাগতিকদের। স্বাগতিক দেশ হিসেবে কোনো ম্যাচ জিততে না পারার ঘটনা হবে এটাই প্রথম। তবে অন্তত শেষটা ভালো দেখার অপেক্ষায় আছেন বাংলাদেশি সমর্থকরা।