সোনিয়া-রাহুলকে হত্যার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক : কদিন আগেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন কংগ্রেস নেতা ইমরান মাসুদ। আর এবার তার পাল্টা জবাব দিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছেন বিজেপি নেতা হীরালাল রেগার।
সোমবার এক নির্বাচনী সভায়, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে টুকরো টুকরো করে কেটে ইতালিতে ফেরত পাঠানো হবে বলে হুমকি দেন তিনি। সেইসঙ্গে কংগ্রেসের কোনো নেতারই আর দেশে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেন হীরালাল।
এর আগে কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ এক নির্বাচনী সভায় মোদিকে কুচি কুচি করে কেটে ফেলা হবে বলে হুমকি দেন। সেই হুমকির প্রেক্ষিতেই তাকে পরে পুলিশ গ্রেপ্তার করে। যা নিয়ে এই নির্বাচনকালীন সময়ে যথেস্ট বিরম্বনায় পড়েছে কংগ্রেস। কিন্তু এবার বিজেপি নেতার পাল্টা হুমকিতে নড়েচড়ে বসেছে দলটি। কংগ্রেস বলছে, এবার বিজেপির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সে দিকে তাকিয়ে আছে তারা।