বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে : ব্যারিস্টার রফিকুল

দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে : ব্যারিস্টার রফিকুল 

rafi ai

কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঢাকা মহানগর যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা দেশে গুম খুনের মহোৎসব চলছে। গুম খুনের কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই । কে কখন গুম এবং খুন হবে তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।

তিনি বলেন, জনগণের টাকায় পরিচালিত পুলিশ জনগণের নামে এভাবে মিথ্যা মামলা দিতে ও নির্যাতন করতে পারে না।
বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি এ্ড. মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone