বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অনিবন্ধিত সিমকার্ড বন্ধের নির্দেশ

অনিবন্ধিত সিমকার্ড বন্ধের নির্দেশ 

index 19_31364

এইদেশ এইসময়, ঢাকা : অনিবন্ধিত যেসব সিমকার্ড চালু রয়েছে সেগুলো বন্ধ করে দেয়ার জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে মোবাইল ফোন ব্যবহার করে কাউকে হুমকি দেয়া হলে অল্প সময়ের মধ্যে হুমকিদাতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এসব আদেশ দেন বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা আলম।

এ রিটে বিবাদী করা হয়েছিল মোবাইল অপারেটর কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone