বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালনের উদ্যোগ
ডেস্ক রিপোর্ট : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, কবিগুরুর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৮মে সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক ঘন্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান এবং ঐদিন বিকেল থেকে রাত পযর্ন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া স্মারকবক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে একজন রবীন্দ্র গবেষককে।
রাজধানীসহ বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহিতে অন্যান্যবছরের মতো এবারও জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসগুলোতেও রবীন্দ্রজন্মবার্ষিকী পালন করা হবে। দিনটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।
মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, অধ্যাপক রফিকুল ইসলাম, শিল্পকলা একাডেমিরর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, ছায়ানটের সাধারন সম্পাদক কণ্ঠশিল্পী খায়রুল আলম শাকিল, কবি রবীন্দ্র গোঁপসহ শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ।